গ্রীষ্মের খরতাপে ওষ্ঠাগত প্রাণ। দাবদাহে চট্টগ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডায়রিয়া হাসপাতাল হিসেবে পরিচিত ফৌজদারহাট সংক্রমণ ব্যাধি হাসপাতালে গতকাল বুধবার শয্যাসংখ্যার দ্বিগুণের বেশি ৫২ জন ডায়রিয়া রোগী ছিল। এই হাসপাতালের শয্যাসংখ্যা ২০টি। নগরের অন্যান্য হাসপাতালেও ডায়রিয়া রোগী বেড়েছে। আমবাগান আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার চট্টগ্রাম ও আশপাশের এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন মঙ্গলবার তাপমাত্রা ছিল রেকর্ড ৪০ দশমিক ৬ ডিগ্রি...

